অজুহাত যখন ‘আমি মুসলিম’

সুব্রত দে শুভ
Published : 19 Feb 2015, 04:52 AM
Updated : 19 Feb 2015, 04:52 AM

আমি হিন্দু। তাই লেখাটা শোভন হবে কিনা আমার জন্য জানা নাই। তবুও লিখছি। আমরা বাঙ্গালিরা অনেক আগ থেকে ধর্মকে অন্ধভাবে বিশ্বাস করি । ছোট একটা অপরাধ করলেই পেতে হয় নাস্তিক খেতাব। আমার মনে হয় বাংলাদেশে সব চেয়ে নাস্তিক খেতাব টা বেশি দেইয়া হয়েছে। আজ অমুক নাস্তিক,কাল তমুক নাস্তিক, পরশু ও মুরতাদ।এভাবেই দিন চলে। রাস্তায় মিনিস্কাট ড্রেস দেখে জিবের লালা জরাই। কিন্তু আশা করি আমার বউ টা হোক হিজাবি। গার্লফ্রেন্ড নিয়ে রাত বিরাতে ডেটিং মারতে পারি, কিন্তু বউ হতে হবে ঘরোয়া। নিজে নামাজ পড়ি না এক ওয়াক্ত, চাই সবাই ৫ ওয়াক্ত পড়ুক। ব্যাবসা করি অমানবিক, কিন্তু চাই কোরআনের শাসন । শুধু নিজের সুবিধার জন্য ধর্ম কে কাজে লাগাই। আগে তো মানুষ হতে হবে, তারপরই তো ধর্ম। আবার তোরা (আপনারা) মানুষ হ (হন) ।