বর্জ্য পরিষ্কার

সুমন দাস
Published : 22 March 2015, 05:53 AM
Updated : 22 March 2015, 05:53 AM

কেন জানি কিছু কিছু আইডিয়া আমার মাথায় আসে প্রকল্প শুরু হওয়ার ২/৪ বছর আগে থেকে। আমার মাথায় কেন  আসে জানি না। বোধহয় প্রয়োজন থেকে। কিংবা সমস্যা থেকে। সে যাই হোক-এখন আমার মাথায় কাজ করছে ঢাকার ময়লা বাবস্থাপনা এর কাজ নিয়ে। আমার মাথায় কিছু পরিকাল্পনা গুঁতোগুঁতি করছে। জানি কাজ হবে না, তার পরও ভাবি।

এর জন্য কিছু টাকা খরচ করতে হবে সরকারকে জমি কেনার জন্য। কিছু এলাকার মাঝামাঝি এলাকায় জায়গা কিনে সেখানে (বর্তমান রাস্তার পাশে রাখা ময়লার কন্টিনার এর মাপে) চৌবাচ্চা করে সেখানে ওই কন্টিনার বসাতে হবে। ছোট ময়লার ভ্যানগুলো ওইখানে ময়লা ধালবে। নিচের দিকে থাকবে ছোট ছোট ছিদ্র, সেখান থাকে ময়লা গলা পানি যাবে ড্রেনে। চারিপাশ থাকবে পাঁচিল । আর ওই কন্টিনার যাবে ট্রাকে।

বর্তমানে দেখা যায় ময়লা গুলো রাস্তায় ঢালা হয়, সেখান থেকে ট্রাকে তোলা এতে অনেক শ্রম খরচ হয় , সাথে হয় দুর্গন্ধ, রাস্তা নস্ত, পরিবেশের ক্ষতি।

বিষয়টি নিয়ে কী কাজ করা যায়? দেখুন তো রাস্তা, পরিবেশ বাঁচাতে পারেন কিনা!!!!