কুটুম আসার আনন্দে

সুদীপ্ত সজল খাঁ
Published : 26 Feb 2015, 09:19 PM
Updated : 26 Feb 2015, 09:19 PM

চীনের সিচুয়ান প্রদেশের ‍মানুষরা ‍বাঙালীদের মত অতিথিবৎসল হয়ত নন । তবে সিচুয়ানের গ্রামে পুকুর আছে যাদের তাদের বাড়িতে অতিথি হলে আপনি দেখবেন আপনার আগমন উপলক্ষে বাড়ির ছেলেবুড়োরা পুকুরে নেমে কাঁকড়া, শামুক আর ঝিনুক সংগ্রহ অভিযান চালাবে । ছবির ছেলেটির বাড়িতে কুটুম আসার আনন্দ তার চোখেমুখে ।

কুটুম আসার আনন্দে, বুক পানিতে বাড়ির কত্তামশাই । খুঁজছেন কাকড়া, শামুক, ঝিনুক , যা দিয়ে মধ্যান্যভোজন শুরু হবে ।