সুজন চন্দ্র মন্ডল
Published : 16 Feb 2018, 03:30 AM
Updated : 16 Feb 2018, 03:30 AM

এই পাখিটির বাংলা নাম খয়রা চখাচখি। এর বৈজ্ঞানিক নাম: Tadorna ferruginea। আইইউসিএন কর্তৃক ন্যূনতম বিপদযুক্ত ঘোষিত এই পাখিগুলো শীতে আমাদের দেশে পরিযায়ী হয়ে আসে। এই ছবিটি তোলা হয়েছে মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের চরনিলক্ষী থেকে।