সুজন চন্দ্র মন্ডল
Published : 21 Feb 2018, 10:08 AM
Updated : 21 Feb 2018, 10:08 AM

মানুষ আজকাল যতটা সম্ভব জটিল হতে চেষ্টা করে। জটিল না হলে নাকি সমাজে তাল মিলিয়ে চলা যায় না। তাই সরলতাকে বিসর্জন দিয়ে টিকে থাকার জন্য যতটা সম্ভব জটিল হওয়ার এক অসুস্থ প্রতিযোগিতা চলছে আমাদের সমাজে।

কিন্তু এক্ষেত্রে পুরোপুরি ব্যতিক্রম পাহাড়ে বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষগুলো। তাদের সরল অভিব্যক্তি সত্যিই অসাধারণ এবং দেখার মতো। সরলতাই তাদের জীবনকে সহজ করে দিয়েছে। তাই ওদের প্রয়োজনের ব্যাপ্তি খুব সীমিত। দু-বেলা পেট পুরে খেতে পারলেই তারা মন খুলে হাসে। আগামীকাল কি হবে সে চিন্তুা তাদের নেই। বরং আজকের দিনটা কোনরকম পার হলেই তারা খুশি। কারণ তারা অত্যন্ত সরল মানসিকতার লোক, জটিলতা তাদের মাথায় ঢুকে না। তাই তাদের চেহারায় ভেসে উঠে সরল অভিব্যক্তি।

এই ছবিটি তোলা হয়েছে মিরসরাই উপজেলার সদর ইউনিয়নের ত্রিপুরা পাড়া থেকে।

ছবি- সুজন চন্দ্র মন্ডল।