স্রোতস্বিনী নদীর মতো বহমান জীবন

সুজন চন্দ্র মন্ডল
Published : 5 March 2018, 01:30 AM
Updated : 5 March 2018, 01:30 AM

জীবন বহমান। স্রোতস্বিনী নদীর মতো জীবন বয়ে চলে। সব জীবনের চলার পথ মসৃণ হয় না। ছবির এই মানুষগুলোর জীবনের চলার পথ অত্যন্ত কন্টকময়। প্রকৃতির দান ও দয়ার উপর নির্ভরশীল এই মানুষদের ভালো-মন্দও নির্ভর করে প্রকৃতির মন-মর্জির উপর। এভাবেই তারা এই পর্যন্ত টিকে আছে। সৃষ্টিকর্তার কাছে আকুল প্রার্থনা, এই প্রকৃতির সন্তানরা যেন ভালো থাকে। ছবিটি তোলা হয়েছে বান্দরবানের নীলগিরি এলাকা থেকে।

ছবি- সুজন চন্দ্র মন্ডল, মিরসরাই, চট্টগ্রাম।