হাঁড়িচাচা আর ঝুটি শালিকের ঝগড়া

সুজন চন্দ্র মন্ডল
Published : 11 March 2018, 09:26 AM
Updated : 11 March 2018, 09:26 AM

শীত বিদায় নিয়েছে মাত্র কয়েকদিন আগে। তাই খেজুর গাছে এখন রস তেমন নেই। তারপরও সামান্য রস এখনো চুঁইয়ে পড়ছে। সেই রসটুকু খেতে প্রথম এসেছিলো খয়েরি হাঁড়িচাচা। কিন্তু তার রসাস্বাদনে হটাৎ এসে বাদ সাদলো একটি ঝুটি শালিক। এমনিতেই অন্য পাখির ডিম ও বাচ্চা খাওয়ার কারণে পক্ষিকূলে 'ডাকাত পাখি' হিসাবে হাঁড়িচাচার যথেষ্ট বদনাম আছে। তার উপর হাঁড়িচাচার রস খাওয়াতে বাধা! একি মেনে নেয়া যায়? যথারীতি 'বিনা যুদ্ধে নাহি দেব সূচ্যগ্র মেদিনী' নীতিতে বেঁধে গেলো হাঁড়িচাচা আর ঝুটি শালিকের মধ্যে ভয়ানক যুদ্ধ। শেষতক অবশ্য হাঁড়িচাচার কাছে পরাস্ত হয়ে ঝুটি শালিককেই বিদায় নিতে হয়েছে এই যাত্রায়। অতঃপর বিজয়ীর বেশে নির্বিঘ্নে রসাস্বাদনে ব্যস্ত হলো হাঁড়িচাচা। ছবিটি তোলা হয়েছে মিরসরাই উপজেলার ডোমখালী থেকে।

ছবি- সুজন চন্দ্র মন্ডল।