সুজন চন্দ্র মন্ডল
Published : 20 August 2018, 07:33 PM
Updated : 20 August 2018, 07:33 PM

সবুজ তাউরা পাখিরা ঘন জঙ্গলে সবুজ পাতার ফাঁকে এমন নিবিড় ভাবে মিশে থাকে যে কোনও কোনও সময় তাদের খুঁজে বের করাই দায় হয়ে পড়ে। এভাবেই  আত্মরক্ষা করে ওরা। তবে তাদের শরীরের লাল পা এবং লাল চোখের জন্য পাখিপ্রেমীরা বুঝে যায় তাউরা পাখিদের অবস্থান। বিরল এই সবুজ তাউরা পাখির ছবিটি তোলা হয়েছে মিরসরাই উপজেলার সদর ইউনিয়নের পূর্বপাশের পাহাড় থেকে। ছবি- সুজন চন্দ্র মন্ডল