জিনিসের মূল্য কোম্পানির! জীবনের মূল্য কেন নিজের?

Published : 1 Feb 2015, 11:39 AM
Updated : 1 Feb 2015, 11:39 AM


সুনামধন্য এক কোম্পানির কাজে এসআর (SR) পদে নিয়োজিত এক ভদ্রলোক কে জিজ্ঞেস করি, ভাই হরতাল  অবরোধ চলছে, কেনো নেমেছেন রোডে?

আমাকে বলে বাপের হোটেলে খান তো যখন পেটের দায়ে পড়বেন? তখনই বুঝবেন। উত্তরটা পেয়ে গেলাম মনে হয়! তবুও বখাটে ছেলেতো আবারো প্রশ্ন করে বসলাম, যদি আপানার মালবাহী গাড়িটির আগুন লাগিয়ে দেয় তাহলে এই ক্ষতি পুরণ কে দিবে?

: সেটা আমি দায়ি নই। সকল ভার কোম্পানি বহন করবে।

যদি আপনাকে সহ আহত করে যেহেতু কোম্পানির কাজে আপনি নিয়োজিত ছিলেন?

উত্তরে দিলো, না – কোম্পানি আমার দায়িত্ব নিবে না।

আমি হতবাক। কেমন এমন নিয়ম? আর কেমনে বা এমন রীতি?