ভারতীয় টিভি চ্যানেল বন্ধ: সাধুবাদ জানাই যদি রটনা সত্য হয় !!!

সুকান্ত কুমার সাহা
Published : 28 July 2014, 08:13 AM
Updated : 28 July 2014, 08:13 AM

সোশ্যাল মিডিয়া সূত্রে জানতে পারলাম, বাংলাদেশ সরকার ব্যাপক আলোচনা সমালোচনার মুখে ভারতীয় বাংলা টিভি চ্যানেল স্টার জলসা ও জি বাংলা'র বাংলাদেশে সম্প্রচার আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে বন্ধ করে দিচ্ছে।

যদি রটনাটা ঘটনায় পরিণত হয়, তাহলে আমি সরকারকে সাধুবাদ জানাবো- দেরীতে হলেও সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য। পাশাপাশি এটাও দাবী করবো, স্টার প্লাস টিভি চ্যানেলটাকেও বন্ধ করা হোক কারণ এটাই হচ্ছে পালের গোদা। গোদাটাকে চালু রেখে ছোট দুটোকে বন্ধ করে; আমাদের মূল উদ্দেশ্যটা সাধন হবে না অর্থাৎ বিদেশী সাংস্কৃতিক আগ্রাসন রোখা যাবে না।

সবশেষে আমি স্টার জলসা ও জি বাংলার পাশাপাশি স্টার প্লাস টিভি চ্যানেলটাও বন্ধ করার জোড় দাবী জানাচ্ছি!

এই বিষয়ে আমার পূর্বের লেখাগুলো:

২৮/০৭/২০১৪, দুপুর ১.০৯