বিডি ব্লগ কি হ্যাকড?

সুকান্ত কুমার সাহা
Published : 20 Nov 2014, 05:15 PM
Updated : 20 Nov 2014, 05:15 PM

আজ দুপুরে ব্লগ ওপেন করে দেখি উল্টাপাল্টা সব কান্ড কারখানা। ব্লগ পেজটা ছবিতে ভরপুর। প্রথমে ভাবলাম বোধ হয় নেটওয়ার্ক জটিলতা। রিফ্রেশ দিয়ে দেখি একি অবস্থা। পোষ্টে ক্লিক করে দেখি; সেখানেও একই ছবি। ধর্মীয় ছবিতে ব্লগ-পেজ ছয়লাব। সে সময় আমি ব্রডব্যান্ড আর গুগল ক্রোম ইউজ করছিলাম।

পরে ভাবলাম ব্লগ বোধ হয় হ্যাকিং-এর শিকার হয়েছে আর হ্যাকাররাই এই কাজ গুলো করছে। আবার ভাবলাম ব্লগ ডেভেলপ করতে যেয়েও এটা হতে পারে।

গত কয়েকদিন ধরেই দেখছিলাম ব্লগের পেজে পেজে কিছু পরিবর্তন আসছে। অন্য লেখা গুলোর লিংক আসছে। আসছে বিজ্ঞাপনও।

ভাল! সবকিছুতেই পজিটিভ থাকা ভাল।

২০/১১/২০১৪ রাত ১০.৪৮

এটা ব্লগের আর একটা প্রবলেম – পোষ্ট হচ্ছে ব্লগার মোতালিব দরবারী ভাইয়ের কিন্তু ফেবুতে লাইক দেওয়ায় ছবির উইন্ডোতে এসেছে ব্লগার মোঃ আব্দুর রাজ্জাক ভাইয়ের ! নীচে স্ক্রীন শট দিলাম – আপডেটঃ ২৬/১১/২০১৪ রাতঃ ৮.১৫

ব্লগে কিছু সমস্যা পাচ্ছি-

১) মাঝে মাঝে লগইন করা যায়; আবার যায় না।
২) লগইন করা অবস্থায়- 'কমেন্ট অপশন/বক্স' একটা পোস্টে ওপেন হয়; আবার কোনটাতে হয় না।
৩) কখনো কখনো লগইন করার পরও দেখা যাচ্ছে পাসওয়ার্ড/আইডি কোনটাই নেয়নি; সেই অবস্থাতেই পোস্ট পড়তে যেয়ে কমেন্ট বক্স খোলা পাওয়া যাচ্ছে।

— আমি এখন ডেক্সটপে ব্রডব্যান্ড নেট ব্যবহার করছি!

আপডেটঃ ২৩/১২/২০১৪ ১১.১২ সকাল