হিউম্যান রাইটসওয়ালারা গেল কই?

সুকান্ত কুমার সাহা
Published : 22 Dec 2014, 07:01 PM
Updated : 22 Dec 2014, 07:01 PM

গত কিছুদিন ধরে হিউম্যান রাইটসওয়ালাদের আনাগোনা দেখা যাচ্ছে না দেশে। শোনা যাচ্ছে না তাদের উপযাজক বানী; যেখানে-সেখানে, রেডিও-টিভিতে আর টেবিলের তেলে তেলে গোল ভূমিতে।

কাহিনী কি? কত কিছু হয়ে যাচ্ছে দেশে- লন্ডন থেকে বঙ্গে ইতিহাস বর্ষিত হচ্ছে লাগাতার, বঙ্গবন্ধুকে রাজাকার ঘোষণা দিচ্ছে অর্বাচীন! অধিকারের ঘোষিত ডেডবডি জিন্দা পাওয়া যাচ্ছে। রাঙ্গামাটিতে আনারসের ভেকে পাহাড়ি লোকালয় বিলীন হচ্ছে। কিন্তু এদের কোন রা শব্দ নাই।

অপরদিকে, বিদেশ ভুঁইয়ে কত কিছুই না হচ্ছে- তাদের ডার্লিং আমেরিকায় বন্দীদের উপর নির্মম নির্যাতনের কথা ফাঁস হয়েছে; পুলিশের হাতে কালো আদমি মারা গেলেও সাদারা নির্দোষ ঘোষিত হচ্ছে সেখানকার আদালতে। পাকিস্তানের স্কুলে ভয়াবহতম খুনে ঝড় বয়ে গেল অবুঝ বাচ্চা ছাত্রদের উপর দিয়ে। সেই ঝড়ের ঘূর্ণিপাকে সেখানে এখন ফাঁসির প্রবাহ শুরু হয়েছে। ইরাক, নাইজেরিয়া আর কেনিয়াতে ঘটে যাওয়া খুনোখুনি, রেপ আর কিডন্যাপের কথা না হয় বাদই দিলাম।

কোথাও দেখা যাচ্ছে না আমাদের সেই 'সদা দর্শনদান' পছন্দকারী হিউম্যান রাইটসওয়ালাদের! শোনাও যাচ্ছে না তাদের কোন অমূল্য বানী; কোনখানে!

তবে কি তারা শক্তি সঞ্চয় করছে একযোগে চিল্লানোর জন্য? চুপচাপ গলায় শান দিচ্ছে?

কিন্তু তারা গেল কই? কাহিনী কি?

২২/১২/২০১৪ রাতঃ ৯.৩৮