নাগাল্যান্ডে এক পোকার দোকানে

সুকান্ত কুমার সাহা
Published : 16 Jan 2015, 11:28 AM
Updated : 16 Jan 2015, 11:28 AM

ঘুরতে ঘুরতে আবারো চোখ আটকে গেল একটা দোকানে। সাদা সাদা কি যেন ডিসপ্লেতে রাখা আছে। ভাল করে খেয়াল করতেই দেখলাম! আর আমার চোখ ছানাবড়া হয়ে গেল! এ যে দেখি পোকার দোকান!

শুনেছি নাগারা খায় না এমন কোন কিছু পৃথিবীতে নাই! ওরা আসছে বুঝতে পারলে নাকি কুকুরেরা সব জান বাঁচানোর তাগিদে শহর-গ্রাম ছেড়ে পালায়। পাখীরাও নাকি ওই ভূমির গাছে বসে না। এমনকি মিথ আছে- সাপও নাকি ওদের কামড়াতে ভঁয় পায়; যদি সে উল্টো বিষাক্রান্ত হয়ে মারা যায় এই ভয়ে!

তবে আমাদের সাইমনকে দেখে কিন্তু আমার তেমন কিছু মনে হয়নি? দেখেছি ওরা একে বারে সাদাসিধে! তবে ওর কাছেই শুনেছি- এক সময় ওরা পুরুষত্ব দেখাতে পাশের গ্রামের এক সুঠাম পুরুষের মাথা কেটে এনে বাড়িতে ঝুলিয়ে রাখতো! আশ্চর্য !!!

ঘটনা – জানুয়ারি ২০১৩ সালের। আপডেট: ১৬/০১/২০১৫