সচিত্রে সুকান্ত’র চন্দন গাছ

সুকান্ত কুমার সাহা
Published : 24 Jan 2015, 02:30 PM
Updated : 24 Jan 2015, 02:30 PM

অনেকেই ভাবতে পারেন- আমি ভাব মারছি, চন্দন গাছের কথা মিছা কইছি! তাই স্বচন্দনে নিজের ছবিখানা পোষ্ট দিলাম! ব্লগের নিয়মে পড়লে ছাড় পাবে! আপনারা স্বচক্ষে দেখে নিশ্চিত হতে পারবেন। তবে ছবিখানা অনেকদিন আগেকার যখন চন্দনটা চারা ছিল; বোনা আছে এক গুপ্ত স্থানে ওর নিরাপত্তার কথা চিন্তা করে!

সাদা আর লালের চারা দুটো পাশাপাশি বড় হচ্ছে দিন দিন কঠোর নিরাপত্তা আর গোপনীয়তায়; অনেকটা দ্যা ভিঞ্চি কোডের মত করে আমরা কয়েকজন বৃক্ষ লাভার পাহারা দিচ্ছি।

আকাঙ্ক্ষা একদিন ওরা বড় হবে সুগন্ধ ছড়াবে আর দিবে লাল টুকটুকে বীজ যা থেকে আমরা আরও চারা তৈরি করবো!

সংগ্রহ: ভারতের মিজোরামের নার্সারি থেকে ভায়া আসাম ভায়া মাধ্যম; তবে সঙ্গোপনে!

২৪/০১/২০১৫ বিকাল: ৩.২৮