মাথাল ও নকশী গামছা – অসমীয় সম্মান

সুকান্ত কুমার সাহা
Published : 26 Jan 2015, 08:44 PM
Updated : 26 Jan 2015, 08:44 PM

অসমীয় কালচারে কোন ব্যক্তি বা অতিথিকে সর্বোচ্চ সম্মান দেখাতে তারা ব্যবহার করে মাথাল ও সাদা-লালের নকশী গামছা। একটি অনুষ্ঠানের প্রধান অতিথিকে- অনুষ্ঠান চলাকালে কোন এক সময় আলাদা করে সামনে নিয়ে এসে- প্রথমে কাঁধে নকশী গামছাটা ঝুলিয়ে দেওয়া হয়; পরে মাথায় মাথালটা দিয়ে করতালির মাধ্যমে তার প্রতি সম্মান দেখানো হয়।

মাথাল- যা আমাদের দেশে কৃষকরা রোদ-বৃষ্টি থেকে বাঁচতে মাথায় দিয়ে মাঠে কাজ করে; আসামের কৃষকরাও তাই করে ধারণা করি।

নকশী গামছা – সাদার উপরে লাল সূতার নক্সায় হাত তাতে বোনা; আমাদের দেশীয় গামছার মতই সাইজে ও বননে। পার্থক্য শুধু নক্সায়।

আসামের যেকোন অনুষ্ঠানে, উৎসবে উভয়ের যৌথ ব্যবহার প্রচুর। এছাড়াও হোটেল, বাড়ীর ড্রয়িং রুমের ডিসপ্লে প্রায়ই দেখা যায় এদের।

আমি ছবিটা তুলেছি গোহাটির সমুদ্র হোটেল থেকে।

২৬/০১/২০১৫