শ্রীমতী আর মাননীয়া’র কথোপকথন

সুকান্ত কুমার সাহা
Published : 22 Feb 2015, 06:12 PM
Updated : 22 Feb 2015, 06:12 PM

শ্রীমতী বললেন, তিস্তার জল নিয়ে তোমরা ভেবো না-
ওটা আমাদের কাছে রেখে দেবো!
শুনে, আমাদের মাননীয়া বললেন, সমস্যা কিছু নাই-
ইলিশটা এবারও আমরাই খাবো!
শুনে শ্রীমতী বললেন, ইলিশের সাথে জল মেশাচ্ছো!
দিদি, কাজটা কি তুমি ঠিক করছো?
উত্তরে আমাদের মাননীয়া বললেন, জল ছাড়া কি ইলিশ হয়!
বোন, তুমি কি এদেশে এসে ভাব মারছো?

দুই বাংলার দুই প্রধান- শ্রীমতী আর মাননীয়া রুদ্র ঘরে আলোচনায় বসেছেন; ভিতরে কি আলোচনা হচ্ছে তা জানতে এই অভদ্রের খুব ইচ্ছে হলো। তাই ঘরের শক্ত দেয়ালে একটা জলের গ্লাস লাগিয়ে কান পাতলাম। শুনলাম উপরোক্ত কথোপকথন!

অতপরঃ আমরা জানতে পারলাম, তিস্তায় জল এলে ইলিশও যাবে।

— ফাইনাল!

২২/০২/২০১৫