মতিঝিলে কালিজিরার তেল

সুকান্ত কুমার সাহা
Published : 3 April 2015, 01:24 PM
Updated : 3 April 2015, 01:24 PM

সেদিন মতিঝিলের রাস্তায় হাঁটতে হাঁটতে একজনকে দেখলাম এক ডালা কালিজিরা নিয়ে বসেছে বিক্রির জন্য। বোতলে কি? জিজ্ঞাসা করতেই সে উত্তরে বলল, কালিজিরার তেল! আমি বললাম, এই তেল কি কালো হয়? উত্তরে তারা আশেপাশের কয়েকজন মিলে একযোগে হেসে আমাকে লজ্জা দিলো। আর আমিও ছবি তুলে ভাগলাম!

অফটপিকঃ আমার ২০০তম পোষ্টটা তেল বিষয়ক? খারাপ না! যদি সেটা হয় কালিজিরার তেল; তাহলে তো আরও ভাল! — ইহা খেলেও উপকার; মাখলেও উপকার!

০৩/০৪/২০১৫ বিকালঃ ৪.১৩