তরমুজের বাজারচিত্র

সুকান্ত কুমার সাহা
Published : 7 April 2015, 01:08 PM
Updated : 7 April 2015, 01:08 PM

ঢাকায় এখন কয়েক ধরণের তরমুজ পাওয়া যাচ্ছে। রঙ ও সাইজের উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন দামে তা বিক্রি হচ্ছে। কোনটা পিস ১৫০ টাকা আবার কোনাটা ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আসুন দেখে নেওয়া যাক- ঢাকায় তরমুজের বাজারচিত্র-

হলুদ তরমুজ বা সাম্মাম

বাংলালিংক তরমুজঃ

সিটিসেল তরমুজঃ

দেশী তরমুজঃ

আগে দেশে শুধু দেশী তরমুজ পাওয়া গেলেও বর্তমানে তরমুজের ভ্যাড়াইটি বাড়ছে। বাড়ছে হাইব্রিড জাত। সাইজে বড় হচ্ছে। রঙ ও মিষ্টতা বাড়ছে।

কিন্তু সমস্যা হচ্ছে তরমুজে নাকি ভেজালও দেওয়া হচ্ছে। ইনজেকশন দিয়ে পুষ করা হচ্ছে রঙ ও কেমিক্যাল যা মানব শরীরের জন্য খুবই ক্ষতিকর।

আশাকরি সরকার এই ভেজালকারীদের উপর কঠোর ব্যবস্থা নিবে। কারণ এই তরমুজ শিশুরাও ভীষণ পছন্দ করে।

তরমুজের দামগুলো অবশ্য দোকানদারদের দেওয়া!

— ভাইজানেরা জানেন নাকি? তরমুজে নাকি ভায়গ্রা'র উপাদান আছে?

০৭/০৪/২০১৫ বিকালঃ ৪.২১