উদ্ভট চিন্তা – ১

সুকান্ত কুমার সাহা
Published : 27 April 2015, 04:13 PM
Updated : 27 April 2015, 04:13 PM

ঢাকায় যদি নেপালের মত একটা ভূমিকম্প হয়? এই ভয়ে দেখি অনেকেই ব্যাপক চিন্তিত; সমাধানের কোন কূলকিনারা পাচ্ছেন না তারা। ভাবছেন, ঈশ! এইরকম যদি ঢাকায় হয় তাহলে তো লক্ষ লক্ষ মানুষ মারা যাবে? ঢাকার ৯০ ভাগ বিল্ডিংই ধ্বসে পড়বে? তাহলে চাপাপড়া সেই মানুষগুলোকে উদ্ধার করবে কে? এক রানা প্লাজাতেই যা হলো?

এর একটা সহজ সমাধান আছে-

সরকার একটা দীর্ঘমেয়াদী প্ল্যান করে ঢাকা থেকে অর্ধেক মানুষকে তাদের নিজ নিজ এলাকাতে বসবাস করতে বাধ্য করুক আর ঢাকার মেয়াদবিহীন ও অনুমোদনবিহীন যে সকল বিল্ডিং আছে; তাতে বুলডেজার চালিয়ে নগদে ভেঙ্গে দিক। পাশাপাশি BNCC দের মানে বরিশাল, নোয়াখালী, কুমিল্লা আর চাঁদপুরের উদ্বৃত্ত জনসংখ্যা যেন ঢাকায় চালান হয়ে আসতে না পারে; তার কঠোর ব্যবস্থা নিক। প্রয়োজনে সেই এলাকাগুলোকে বেড়া দিয়ে ঘিরে দেওয়া হোক; তারা যেন কোনভাবেই লঞ্চের দড়ি ধরে, বাস-ট্রেনের ছাদে চড়ে ঢাকায় না আসতে পারে; সেই ব্যবস্থা নিক!

তাহলেই কিন্তু সমস্যার অর্ধেক সমাধান হয়ে গেল! কি আমার সমাধানটা পছন্দ হলো না?

তাহলে নেন, এবার আমাকে নগদে গাইলান! কি আর করবেন! কইয়া ফালাইছি যখন?

যেদিন চাঁপা পড়বেন; সেইদিন আমার কথা মনে করলেই হবে >>>

আগের লেখাঃ বাংলাদেশ তুমি সাবধান হও; ভূমিকম্প আসছে!

২৭/০৪/২০১৫ দুপুরঃ ১.৩০