স্থল সীমান্ত চুক্তি ও আমাদের ম্যানার

সুকান্ত কুমার সাহা
Published : 7 May 2015, 08:42 PM
Updated : 7 May 2015, 08:42 PM

আচ্ছা! ভারতের সাথে আমাদের যে স্থল সীমান্ত চুক্তি হতে যাচ্ছে; তার জন্য কি বেগম জিয়া আমাদের মাননীয়া প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাবেন? ধন্যবাদ দিবেন?

এর এককথায় উত্তর হলো- না!

আসুন দেখি, ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কী করেছেন –


তিনি ভারতের বিরোধী দলের প্রধান তথা কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীকে লোকসভায় এই 'সীমান্ত চুক্তি' প্রস্তাবটা পাসে সহযোগিতা করার জন্য ধন্যবাদ দিয়েছেন!

কথা হচ্ছে, দিনে-রাতে রেন্ডিয়া বলে গালি দিলেই জাতে ওঠা যায় না? এর জন্য ম্যানার লাগে!

কুঁজার যেমন চিত হয়ে শোয়ার ইচ্ছে হলেও সে তা পারে না; তেমনি আমরা যতই চিন্তা করি "আমরা ভারতের চেয়ে ভাল"; কিন্তু আঁখেরে তা প্রমাণ হয় না!

বিষয়টা আসলে এটাই! পার্থক্যটা গড়ে দেয় ম্যানার!

মানি বা না মানি >>>

মানিদের মান রাখতে হয়; তবেই না মান পাওয়া যায়! মোদী ঠিকই মান রাখলেন এবং নিজেরটাও সুরক্ষিত করলেন!

০৮/০৫/২০১৫ রাতঃ ১২.১১