এক অভাগার বিলাপ

সুকান্ত কুমার সাহা
Published : 8 May 2015, 04:22 PM
Updated : 8 May 2015, 04:22 PM

দুঃক্ষে শরীর জ্বলে রে গ্যান্দার মা? এটা কিছু হইলো? আমি চান্দু এত বুঝি; তারপরেও আমি রিফুজি আর দুইদিনের টিউলিপ হইয়া গেলো লন্ডনের এমপি? বল তো এত রাতে কই যাই?

দাঁড়া! এই লন্ডনেও আমি হাওয়া হাউজ বসামু; তারপরে দেখামু কত ধানে কত চাল? এমন খাম্বা দিমু যে লন্ডনের ইতিহাসকে এক্কেবারে টান কইরা খাঁড়া কইরা দিমু! চটকাইয়া দিমু, মটকাইয়া দিমু! উব্দা কইরা দিমু!

তারপর ক্যামেরুন দেখবা- তোমার একদিন কি আমার একদিন? খাঁড়াও তার আগে- খালি একবার কোমরটা টান কইরা লই! তারপর দেখাইতেছি মজা! টিউলিপ রে নমিনেশন দেও? আমারে দ্যাহ না?

মেরা দিল জাল গিয়ারে গ্যান্দার মা? বুক ফাটগিয়া! টিউলিপ এমপি আর আমি রিফুজি! তাও এই লন্ডনে? ওর কাছে আমাকে হাত পাততে হইবো? এই ছিল আমার কপালে?

তাড়াতাড়ি ঘরে খিল দে রে! আমি আর লন্ডনেই থাকুম না! চইলা যামু!

হায় হায় কই যামু? এসব কি কই? পাসপোর্ট তো নাই! উঃ! উঃরে বাবারে! ব্যথা!

সব দোষ আমার বাপজানের! কামডা করলিই; আরও একটু প্ল্যান কইরা করতে পারলি না? দুই-দুইডা টাইম বোম রাইখা দিলি? আমিও কোন কামের না? এখন আমরা যাই কইরে গ্যান্দার মা? ভাইরে ফোন দে রে!

খালি ফুটতাছে >>>

মোটোঃ যারা পরিশ্রমী ও কর্মঠ তাদের পরবর্তী প্রজন্ম আরও বেশি উন্নতি করে! আর যারা >>>

০৮/০৫/২০১৫ রাতঃ ৮.৫৯