বৃষ্টিতে মহানগর পরিচ্ছন্নতা কর্মীরা

সুকান্ত কুমার সাহা
Published : 12 May 2015, 05:02 AM
Updated : 12 May 2015, 05:02 AM

আজ বৃষ্টি ভেজা ভোরে এক সুখী মানুষের Facebook স্ট্যাটাস –

এই বৃষ্টির দিনে যার পুড়োনো দিনের কথা মনে পড়ে না; স্মৃতি পোড়ায় না-
এই বৃষ্টির দিনে যার প্রেম করতে ইচ্ছে করে না; আদর করতে ইচ্ছে করে না-
এই বৃষ্টির দিনে যার বন্ধুদের কথা মনে পড়ে না; ক্যাম্পাসের কথা মনে পড়ে না-
এই বৃষ্টির দিনে যার আড্ডা দিতে ইচ্ছে করে না; তাস খেলতে ইচ্ছে করে না-
এই বৃষ্টির দিনে যার খিচুড়ি খেতে ইচ্ছে করে না; নিজে খায় অন্যকে খাওয়ায় না-
— তারা মানুষই না!

আজ বৃষ্টি ভেজা ভোরের ঝকঝকে রাস্তার ছবি-

এবার আসুন দেখি- কারা মানুষদের সুখী রেখেছে; কারা এই রাস্তাগুলোকে ঝকঝকে তকতকে রেখেছে-

আরও দেখি-

এবার ভিডিওটা দেখি; কিভাবে তারা এই বৃষ্টিতে ভিজে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে-

https://www.youtube.com/watch?v=xr4sUy4-NUA

আসুন ভাবি- আমরা কবে, কখন, কোথায়- তাদের মনে রেখেছি?

১২/০৫/২০১৫