ট্রামের উপ্রে ট্রাম খাইলেন; দুঃক্ষ পাইলাম ভাই!

সুকান্ত কুমার সাহা
Published : 20 May 2015, 09:57 AM
Updated : 20 May 2015, 09:57 AM

ভাই আপনি কোথায়?
– কেন আমি শিলঙে!
কোথায়?
– আরে ভাই ভারতের শিলঙে!
ওখানে ক্যামনে গেলেন?
– আমি জানি না ভাই; ক্যামনে আইলাম! কি দিয়া কি হইলো?
আপনার লগে এই চালাকিটা করলো কে?
– আমিও তো তাই ভাবতেছি; এই চালাকিটা করলো কে; কেন করলো? মাথায় কিছু আসতেছে না!
মাথায় কিছু না আসলে চলবো ক্যামনে? আপনার দুবাই সিমেও কাম হইলো না? আপনিও তো ভালই চালাকি করতেছিলেন! এখন? ওভার ট্রাম খাইছেন! ভাবসাবে তো মনে হইতেছে এত সহজে পার আপনি পাইতেছেন না! ওখানে একটা বিচারের রায় হতে লাগে আট-দশ বছর! দেইখেন এর সাথে না আবার দশ ট্রাক জুড়ে যায়? তাহলে কিন্তু আপনার অবস্থা অনুপ চেটিয়া বরাবর? ট্রামের উপ্রে ট্রাম খাইলেন; দুঃক্ষ পাইলাম ভাই!

একটা বাংলা প্রবাদঃ অতি চালাকের গলায় দড়ি!

২০/০৫/২০১৫