স্যারের কথাটা ভাল লেগেছে!

সুকান্ত কুমার সাহা
Published : 10 Sept 2015, 03:27 AM
Updated : 10 Sept 2015, 03:27 AM

আমাদের মাননীয় অর্থমন্ত্রীর অনেক কথার সাথেই আমি দ্বিমত পোষণ করে থাকি। মাঝে মাঝে স্যাটায়ারও লিখি। স্যার অনেক ভাল মানুষ বলে স্যাটায়ার লিখে যুতও পাই; কারণ এতে অন্তত জেলের ভাত খাওয়ার চান্স নাই! তাই নির্ভয়ে লিখি।

এবার কিন্তু স্যারের কথাটা আমার দারুণ লেগেছে। উনি বলেছেন, "শিক্ষকরা না বুঝেই বেতন স্কেল নিয়ে চেঁচাচ্ছে"!

আমি স্কেল–ফেল বুঝি না কিন্তু এটা বুঝি শিক্ষকরা নিজেদের এত বেশী উপরের স্তরের মানুষ ভাবে যে তারা ধরাকে সরা জ্ঞান করে!

বাকিটা আর লিখলাম না; তাতে করে গুরু'র মান নষ্টের শাপে অভিশপ্ত হওয়ার চান্স আছে!

মুহিত স্যার, এবার ব্যাক গিয়ার মারবেন না; কথাটা কিন্তু ভাল লেগেছে!

আমরা আছি স্যার!

০৯/০৯/২০১৫ রাতঃ ৭.৫১