শীতলক্ষ্যার খেয়াঘাট

সুকান্ত কুমার সাহা
Published : 24 Jan 2016, 06:27 AM
Updated : 24 Jan 2016, 06:27 AM

এবারে বিজয় দিবসের ছুটিতে অর্থাৎ ১৬ই ডিসেম্বর কালীগঞ্জে গেছিলাম। নৌকায় চড়ে শীতলক্ষ্যা নদীটা পার হওয়ার সময় দেখলাম এর ডানেপাশে লোহার রেলসেতু আর বামপাশে ভারী যানবাহনের কংক্রিটের সেতু। মনে মনে বললাম, হে নৌকা! তুমিই হয়ত শেষ প্রজন্ম, যে এই শীতলক্ষ্যায় ভেসে বেড়াচ্ছো! সেদিন আর বেশী দূরে নাই যেদিন দেখবো এই নদীও নাই; তুমিও নাই! হয়তবা আমরাও নাই!

অবশ্য জাতে মাতাল হলে কি হবে? তালে কিন্তু ঠিক আছি! নৌকা থেকে নেমেই ঝটপট খেয়াঘাটের ছবিগুলো তুলে ফেললাম, ব্লগ দিবো বলে!

নদীর পার বেয়ে কিছুটা উপরে উঠতেই দেখি- বাঁশ দিয়ে রাস্তা আটকিয়ে এর গতিপথ বদল করে একটা টং ঘরের দিকে নিয়ে গেছে। সেখানে খেয়াঘাটের টোলদার আমাকে ঠেকিয়ে দিয়ে ২ টাকা টোল নিলো। কিছুটা অপ্রস্তুত হয়েই বললাম, দুইটাকা নৌকা ভাড়ার জন্য দুইটাকা টোল নিবা? তাও ঠ্যাং এর উপর ঠ্যাং তুলে বসে থেকে?

"… তোরাও থাকবি না"- অবশ্য গালিটা মনে মনে দিছিলাম, যদি মাইর খাই!

২৩/০১/২০১৬ রাতঃ ১০.১৬