থাইপুসাম, মালয়েশিয়ার হিন্দুদের উৎসব

সুকান্ত কুমার সাহা
Published : 17 March 2016, 08:46 AM
Updated : 17 March 2016, 08:46 AM

মালয়েশিয়ার হিন্দু কমিউনিটির সবচেয়ে বড় উৎসব হলো থাইপুসাম। মূলত তামিল হিন্দুদের একটা পবিত্র স্থান হলো এই বাতু কেভস অর্থাৎ বাতু গুহাসমূহ। এখানে ভগবান মুরুগান যাকে আমরা বাঙালিরা কার্ত্তিক দেবতা বলি তার পুজো হয় এইদিনে। গত ২০১৬ সালের ২৪ জানুয়ারিতে মালয়েশিয়ায় এই উৎসব হয়েছে।

রবিবার হওয়ার আমার ছুটি ছিল। তাই কাজের ফাঁকে বিশ্রাম না নিয়ে সকালে একটা ট্যাক্সিতে করে একা চলে গিয়েছিলাম।

আসুন দেখে নেই থাইপুসাম উৎসব-

বাতু কেভসের সদর দরজা-

ভগবান মুরুগানের পুর্নাবয় ও কেভসে উঠে যাওয়ার প্রধান সিঁড়ি-

পাশেই আরও একটা মন্দির-

উৎসবের প্রধান আকর্ষণ এই সন্যাসীদের পুজোর সাজ। এটা প্রধান আকর্ষণের কারণ হলো- মানুষটির শরীরের সাথে স্টিলের বড়শি দিয়ে চামড়ায় গাঁথা প্রতিটা লোহার শিক যা বহন করছে দেবী দুর্গার পুর্নরূপ। শরীরে প্রায় শ খানেক বড়শি গাঁথা অবস্থায় এবং প্রায় আধামন ওজনের সাজানো ডালাটা নিয়ে উঠে যাবে সেই পাহাড়ের চুড়ায় যেখানে রয়েছে প্রধান মন্দির। সন্যাসী নাচের প্রস্তুতি নিচ্ছে।

আসুন দেখে নেওয়া যাক তার নাচের মুদ্রা-

https://www.youtube.com/watch?v=DqWT8NR_pug

https://www.youtube.com/watch?v=Uu1jsVXowFU

পাহাড়ের উপরে উঠে যাওয়ার প্রস্তুতি-

সন্যাসী'র শরীর আর পারছেনা, তাই একটু জিরিয়ে নিচ্ছে। প্রতিটা সন্যাসী'র সাথেই আছে একদল সাহায্যকারী।

এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে উপরে। আমি চেষ্টা করে পারিনি। অল্প একটু উঠতেই আমার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল-

এবার আসুন দেখে নেই দানের ঘট'টা-

দেবতার উদ্দেশ্যে মাথা মুন্ডন করে তরুণদের ফটোসেশন-

মন্দিরের সামনেই মেলা। দেবতার মাটির মূর্তি সাজিয়ে বসেছে দোকানিরা-

শুধু ভক্তরাই প্রসাদ খায় না এখানে কবুতররাও খায়। নির্ভয়ে আর আনন্দে খায়-

১৫/০৩/২০১৬