ফেসবুক বন্ধের উস্কানি

সুকান্ত কুমার সাহা
Published : 3 July 2016, 08:16 AM
Updated : 3 July 2016, 08:16 AM

প্রতিদিন নিয়ম করে একটা নির্দিষ্ট সময়ের জন্য দেশে ফেসবুক বন্ধ করে রাখাটা এখন সময়ের দাবী!

কথাটাকে হয়ত আজগুবি মনে হচ্ছে আজ! কাল যখন দেখবেন, অমুকের ছেলেটা আর অমুকের নাই; অথবা নিজের বাবা'র নামটা বলতেও ছেলেটা আমতা আমতা করছে! সেই সময়টাতেই, পাশে থাকা ছেলেটির মা, "একদম সঠিক সময়ে ছেলেকে সঠিক বাবার নামটা মনে করিয়ে দিতেও হিমশিম খাচ্ছে!" অপরদিকে পাশে বসে থাকা ছেলেটির বাবা, বিষয়টা ধরবো ধরবো করতে করতেই, আলোকিত স্ক্রীনে লাইক খুঁজতে ব্যস্ত হয়ে যাচ্ছে!

তখন মনে হবে, আরে সুকান্ত একটা ফালতু ব্লগার হলে কি হবে, "হালায় কথাটা তো ঠিকই কইছিল"!

অফটপিকে বলি-

গত তিনমাস স্যোশাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে রেখে বুঝেছি, এথেকে নিজের জন্য, পরিবারের জন্য অনেকখানি সময় বের করা যায়। পাশাপাশি শারীরিক ফিটনেসের সাথে সাথে মগজের মধ্যে আরও ভিন্ন ভিন্ন চিন্তাও আনা যায়, যা আসলেই বাস্তবে প্রয়োজন ছিল কিন্তু এতদিন বুঝি নাই।

আর যেই এখানে এসেছি, ওমনি সব উদ্ভট চিন্তা মাথায় এসে ভড় করছে। এই যেমন পোষ্টটা।

তাই বলছি কি, ইহা একটি উদ্ভট চিন্তার পোষ্ট, একে গুরুত্ব দিয়ে উস্কানি মারার দরকার নাই।

০৩/০৭/২০১৬