ভারতীয় টিভি চ্যানেলের বঙ্গীয় রঙ্গ

সুকান্ত কুমার সাহা
Published : 21 August 2016, 02:34 AM
Updated : 21 August 2016, 02:34 AM

আমরা কমবেশি সবাই ভারতীয় টিভি চ্যানেল বন্ধ করতে এক ঘাটে জল খাই! এগুলো বন্ধ করতে দিনের পর দিন আমরা পোস্ট দিতেই আছি কিন্তু বাস্তবতা ভিন্ন! আসুন দেখে নেওয়া যাক সেই ভিন্নতা কিরূপ? দেখতে কেমন?

বাড়ির সবাই স্টার জলসায় কিরণমালা দেখায় মগ্ন আর সেই ফাঁকে সাতক্ষীরার শ্যামনগরে পানিতে ডুবে মরেছে দুই শিশু। এরা হল গ্রামের আব্দুস সবুর মোল্লার ছেলে আসাদুর রহমান (৬) ও মমিনুর মোল্লার মেয়ে মনিরা (৪)। শিশুদের চাচা নুরুউদ্দীন মোল্যা বলেন, সকালে বাড়ির সবাই স্টার জলসা চ্যানেলে কিরণমালা দেখছিল। এ সময় বাইরে খেলতে গিয়ে উঠানের পাশে পুকুরে ডুবে যায় শিশু দুটি।

বাংলাদেশের পুলিশ বলছে, হবিগঞ্জের একটি গ্রামে স্টার জলসার ধারাবাহিক নাটক 'কিরণমালা' দেখা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১৫জন। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে ১৪ রাউন্ড শটগানের গুলি আর টিয়ারগ্যাস ছুঁড়তে হয়েছে। তবে বাংলাদেশের স্থানীয় গণমাধ্যমগুলোয় বলা হচ্ছে, নারী ও শিশুসহ এই ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছে।

ভারতীয় সিরিয়াল কিরণমালা দেখতে গিয়ে ১৬ টি পরিবার নিস্ব! পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর বড়দাপ (সরকারপাড়া) গ্রামে কিরণমালা সিরিয়ালটি দেখতে গিয়ে ১৬টি পরিবার আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এলাকাসূত্রে জানা যায় গত ১৪ সেপ্টেম্বর রাত ৮.৪০মিনিটে বাড়িতে সবাই কিরণমালা সিরিয়াল দেখার সময় চুলার আগুন ফুসকে গিয়ে রান্নাঘরে আগুন লাগে।

খুলনায় ভারতীয় টিভি সিরিয়াল দেখতে না দেয়ায় অভিমান করে গলায় ফাঁস দিয়ে টুম্পা রায় (২১) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। সোমবার ভোরে নগরীর ১৬ নম্বর বাগমারা ঈদগাহ লেনের ভাড়া বাসায় তিনি আত্মহত্যা করেন। টুম্পা নূরুল ইদ্রিসের ভাড়াটিয়া ভবতোষের স্ত্রী।

ঢাকার অন্যান্য মার্কেট খুঁজে বাজিরাও মাস্তানি, ছাম্মাক ছাল্লো, রাগে-অনুরাগে, প্রেমের ফাঁদে, কিরণমালা, স্টার জলসা প্রভৃতি নামে পোশাক পাওয়া যায়। প্রায় সব পোশাকের নামই ভারতীয় কোনো সিনেমা, সিরিয়াল অথবা অভিনেত্রীর নাম থেকে নেওয়া।

ঘটনাঃ ৬ শিক্ষার্থীদের খাতার মলাটে ভারতীয় সিরিয়াল কিরনমালার ছবি । আর কত ডোবাবে ওরা আমাদের । [সুত্রঃ ব্লগারঃ মনোনেশ দাশ]

CHUADANGA, July 22: A 15-year old school girl committed suicide by hanging herself from the ceiling over buying Pakhi dress (Indian TV channel heroin's dress) at Nimtala village under Chuadanga Sadar upazila of the district on Monday afternoon. The deceased was identified as Shela Khatun, 15, daughter of Laltu Rahman, resident at Nimtala village under the upazila and a class nine student of Katholi High School.

July 29, 2014 2:04 pm·0 CommentsViews: 1482। A young man allegedly committed suicide by hanging himself from a tree, after an altercation with his wife over buying a popular Indian 'Pakhi' dress in Lakshmipur sadar upazila early Tuesday, police said. The deceased was identified as Tajul Islam Chunnu, 30. Locals said Chunnu had an altercation with his wife Rina, 25, as he declined to meet her demand of buying her the much-hyped dress on the day before Eid.

So much has been the craze surrounding this style that for everyone, from young children to adults, "Pakhi" was at top of the list. It's all good, but there is a dark side to this fashion obsession which has reportedly resulted in at least three deaths and one divorce.

A school girl has reportedly committed suicide as her mother stopped her from watching an Indian daily soap opera at Badda Moholla in Savar on Thursday night.

A schoolgirl committed suicide in Sherpur of Bogra on Sunday afternoon as her father failed to buy her a dress titled 'Kiranmala' for the upcoming Eid-ul-Fitr festival.

টালিগঞ্জের অভিনেত্রী মধুমিতা চক্রবর্তীকে নিয়ে মিথ্যা ও বিকৃত সংবাদ উপস্থাপন করার অভিযোগ উঠেছে বাংলাদেশের বেশ কিছু অনলাইন পত্রিকার উপর। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে কলকাতার লালবাজার থানায় সাইবার আইনে মামলা করেছেন মধুমিতা ও তার স্বামী সৌরভ চক্রবর্তী। 'বোঝে না সে বোঝে না' টিভি সিরিজের অভিনেত্রী মধুমিতাকে 'পাখি' নামেই বেশি চেনেন দর্শক। ১৪ আগস্ট তাকে নিয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করে বাংলাদেশের কিছু অনলাইন গণমাধ্যম। সে সব খবরে বলা হয়, গোয়াতে দেহব্যবসার অভিযোগে প্রেপ্তার হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেত্রী।

— এই পোষ্টে আমি এই খবরগুলো সংগ্রহে রাখবো! পারলে হেল্প করবেন আশা করি!

সহযোগিতা করেছেনঃ

ব্লগারঃ সৈয়দ আশরাফ মহি-উদ্-দ্বীন, নিতাই বাবু, মনোনেশ দাশ এবং আপনি করবেন এখন!

(এটা একটা কেস স্টাডি হতে পারে)

২০/০৮/২০১৬