একটা দূর্লভ ফুটবল টিম ও তার রক্ষণাবেক্ষণ

সুকান্ত কুমার সাহা
Published : 10 Sept 2016, 04:48 PM
Updated : 10 Sept 2016, 04:48 PM

বিদেশে অসাধারণ খেলে আসা আমাদের 'অনূর্ধ্ব ১৬ ফুটবল টিম' দেশে ফেরার পর তাদের সাথে ঘটে যাওয়া বাফুফের দুর্ব্যবহার নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আমি এখানে 'ফুটবল টিম' বললাম কারণ বিদেশে জিতে আসে একমাত্র মেয়েদের ফুটবল টিম। তাই আমি নামকরণে জেন্ডারকরণ করলাম না।

আমাদের জাতীয় স্বার্থে এই টিমকে রক্ষণাবেক্ষণ করা উচিত এবং দরকার কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হওয়া-

১) এই খেলোয়ার মেয়েদের যেন অতিদ্রুত বিয়ে না হয়ে যায়, তা নিশ্চিত করা প্রয়োজন। কারণ এখন তারা সমাজের চোখে পড়েছে, কিছু টাকা-পয়সাও হয়ত আসবে তাদের! পাশাপাশি তারা যেহেতু বিদেশ ভ্রমণ করছে, তাই তাদের নিজ পরিবারের মধ্য থেকেই বিয়ের প্রস্তাব আসবে বলে আমার মনে হচ্ছে। স্বামী হিসেবে বিদেশ গমনের সূবর্ণ সুযোগ বাঙালি কখনো হাত ছাড়া করে না! তাছাড়া নানা বাহানা তো আছেই!

২) তারা যেখানে আছে সেখানেই থাক। ঢাকায় এনে প্রশিক্ষণের নামে তাদের স্বাভাবিক খেলাটা যেন নষ্ট করা না হয়। সেক্ষেত্রে তাদের যিনি তৈরী করেছেন, সেই কোচকেই সম্মান দিয়ে সে যেখানে চায় সেখানেই কোচিং এর ব্যবস্থা করা হোক।

৩) বাফুফে বা অন্য কেউ যেন তাদের সংবর্ধনা দেওয়ার নামে নিজেরা কৃতিত্ব নিতে না পারে, তা নিশ্চিত করা।

৪) তাদের বাবা-মা'র একটা নিদিষ্ট আয়ের ব্যবস্থা করে দেওয়া, যাতে করে তারা ভাবতে পারেন যে মেয়েদের কারণেই তাদের উন্নতি হচ্ছে।

৫) তাদের অতিরিক্ত বাহাবা দেওয়ায় প্রয়োজন নেই (যদিও তারা তা পাওয়ার যোগ্য); এতে করে তাদের মধ্যে আলস্য এসে যেতে পারে!

৬) একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীই যেন তাদের নিয়ে কথা বলেন এবং লুক আফটার করেন- তা নিশ্চিত করা। কারণ আমরা অন্যদের চিনি!

হঠাৎ করেই পেয়ে যাওয়া এই দূর্লভ ফুটবল টিমকে আমাদের রক্ষা করতে হবে, করতে হবে সুষম রক্ষণাবেক্ষণ।

১০/০৯/২০১৬