ভালবাসার ভালমন্দ

সুকান্ত কুমার সাহা
Published : 15 Sept 2016, 04:44 PM
Updated : 15 Sept 2016, 04:44 PM

গ্রাম বাংলায় একটা কথা প্রচলিত আছে, "স্বামী-স্ত্রী একসাথে থাকতে থাকতে তাদের চেহারায় মিল চলে আসে"।

কথাটা আসলে কতটুকু সত্য বা আসলেই সত্য কিনা তা যাচাই করা আমার পক্ষে সম্ভব না! এটা হতে পারে- আপামর জনসাধারণের মধ্যে যারা সেই দম্পতীদের নিয়মিত দেখছেন তাদের হেলুচুয়েশন!

তবে এটা নির্দ্বিধায় বলা যায়, ক্রমাগত একে অপরের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করতে করতে এদের চিন্তা ও বিশ্বাসের মধ্যে একটা অপূর্ব মিল চলে আসে। যাকে আমরা ভালবাসার সহাবস্থান বলি।

এর আবার ভাল-মন্দ দুইদিকই আছে, যেমন এই সম্পর্ক একে-অপরকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে পারে, তেমনি অনুপ্রেরণা দিতে পারে আত্মঘাতী হওয়ার।

১৫/০৯/২০১৬