আওয়ামী বন্ধুত্ব

সুকান্ত কুমার সাহা
Published : 6 Nov 2016, 05:29 PM
Updated : 6 Nov 2016, 05:29 PM

ডাকিয়া কহিলো রহিম, কিরে রাম তোদের তো এখন পোয়াবারো! আওয়ামীলীগ ক্ষমতায়, তোদের পায় কে? দেখলাম ওদের নেতারা তোদের ঘাড়ে হাত রেখে ঘোরে? গলায় গলায় ভাব তোদের?

উত্তরে রাম বলিল, ভাই রহিম, তুঁই শুধু বাইরেরটাই দেখলি, ভিতরেরটা দেখলি না?

প্রতিউত্তরে রহিম বলিল, বুঝিলাম না! পরিষ্কার কর!

মানে ওরা আমাদের ঘাড়ে হাত রেখে ঘোরে কথাটা ঠিকই আছে, কিন্তু ওরা যে সেখানে হাত রাখার ছলে আমাদের ঘাড় ধরে রেখেছে সেটা তো আর তোরা দেখিস না! আসলে বন্ধু যার মাইগ্রেনের ব্যথা আছে সেই শুধু জানে সেটা কী জিনিষ। আই মিন 'আওয়ামী বন্ধুত্ব' কী জিনিষ! করবি নাকি প্রেম ওদের সাথে!

শুনেই রহিম, ভোঁ দৌড় দিলো, আর রাম হাঁসতেই থাকলো >>>

অফটপিকে বলি, এখানে 'আওয়ামী বন্ধুত্বের' গুণগান করলাম দেখে বিএনপি ও তাদের দলবলের রাগ করার কোন কারণ নাই, কেননা-

আখ থেকে যে চিনি-
তা আমরা বেশ জানি!
হিন্দু বধে তুমিও যে বেশ যাও
সেটাও মানি!

০৬/১১/২০১৬