কাঁঠাল ছেলা দেখেছেন?

সুকান্ত কুমার সাহা
Published : 7 Dec 2016, 01:09 AM
Updated : 7 Dec 2016, 01:09 AM

এই জীবনে অন্যের মাথায় কাঁঠাল ভাঙ্গা দেখেছি। অন্যের গাছে কাঁঠাল দেখে, গোঁফে তেল লাগাইতেও দেখেছি। এমনকি দেখেছি- কিলাইয়া কাঁঠাল পাইকাতেও, কিন্তু কাঁঠাল ছেলা জীবনেও দেখি নাই! এবার মালয়েশিয়া আমি এটা দেখেছি এবং আপনাদেরও দেখাবো বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। ওস্তাদকে কথা দিয়েছি, ওনাকে এবার কাঁঠাল ছেলা দেখামু! আসেন আগে খাওয়ার উপযোগী করে রাখা। গাওকা আর মাধু ক্যাটাগরির দামটা দেইখা লই। না হলে আমাদের 'ম্যাডাম' আমারে ঝাড়ি দিতারে! রিস্ক লওন যায় না!

 

 

এবার দেখেন- খাওয়ার উপযোগী হওয়ার আগে এই কাঁঠালটাকে কীভাবে কিলাইয়া পাকানো হয়েছে!

 

এবার আসেন আপনাদের সিনেমা দেখাই, ক্যামনে কাঁঠাল ছিলাইতে হয়। নইলে এতক্ষণ আপনাদের সময় নষ্ট করার অপরাধে আমাকেও কিলাইয়া কাঁঠাল পাকাবেন!

https://www.youtube.com/watch?v=IKGKrVUxcHE&feature=youtu.be

রিস্ক নেওয়ার মানেই হয় না!

০৭/১২/২০১৬