বঙ্গবন্ধু সাফারি পার্ক ও পাখির সেলফি

সুকান্ত কুমার সাহা
Published : 23 Dec 2016, 12:27 PM
Updated : 23 Dec 2016, 12:27 PM

১৬ ডিসেম্বর'১৬ গিয়েছিলাম বঙ্গবন্ধু সাফারি পার্কে। সেখানে পাখির খাঁচায় ঢুকতেই দেখলাম- বড় সাদা পাখিটা বসে বসে শীতের রোদ পোহাচ্ছে। মনে হলো এটা পেনিক্যাল অথবা সারস? ভাবলাম সেলফিটা তোলার এটাই মোক্ষম সুযোগ।


ওমা! কাছে যাওয়া মাত্র ওর বিশাল ঠোঁট এগিয়ে তেড়ে আসলো। মেয়েকে বললাম, দাঁড়াও ছবি তুলি। ও প্রথমে ভয়ে কাছে যেতে চাইলো না। আমিও নাছোড়বান্দা ওর ছবি না তুলেও ছাড়বো না। অবশেষে পাখি ও মেয়ের দুইজনেরই সেলফি তুলতে পারলাম। তবে মেয়ে আমার ভয়ে আস্থির!

তবে সবচেয়ে মজা হয়েছে, ময়ূরের খাঁচায়। কথা নেই বার্তা নেই হুট করে একটা ময়ূর উড়ে এসে জুড়ে বসার মত করে আমাদের সামনে এসে রেলিঙের উপর দাঁড়িয়ে গেল। আর আমরাও হটাৎ পেয়ে যাওয়া সুযোগটা লুফে নিলাম।


আমার বাচ্চাদুটো সবচেয়ে বেশী মজা পেয়েছে এই ময়ূরের কাছাকাছি থাকতে। টিয়ের খাঁচায়ও দারুণ মজা পেল আমার বাচ্চা দুটো। তুললাম, তাদেরও সেলফি।

# ভিডিওগুলো লোড দিতে পারলাম না।