ডাক্তারদের বাজে লেখা ও আমাদের মানসিকতা

সুকান্ত কুমার সাহা
Published : 11 Jan 2017, 05:07 PM
Updated : 11 Jan 2017, 05:07 PM

একজীবনে ডাক্তারদের হাতের লেখা দেখার সৌভাগ্য কমবেশী সব মানুষেরই আছে। এমনকি এক ডাক্তার অন্য ডাক্তারেরও হাতের লেখাও দেখেছেন বলেই বিশ্বাস করি। এটা ঘটে প্রেসক্রিপশন আকারে। কিন্তু সবাই একবাক্যে এটাও স্বীকার করি যে, ডাক্তারদের হাতের লেখা খারাপ! কেন? এর রহস্য কী?

আমরা যারা কমবেশি লেখাপড়া জানি, তারা সবাই নিজ হাতেও লিখতে পারি। এবং এটাও জানি আজ যারা ডাক্তার হয়েছে তারা সবাই আমাদের স্কুল ও কলেজ জীবনের সবচেয়ে ভাল ছাত্র ছিল। এককথায়, বলা যায়- যারা আমরা ডাক্তার হতে পারিনি, তারা ডাক্তারদের চাইতে খারাপ ছাত্রই ছিলাম। যার মর্ম 'বিবাহের পাত্রজীবন' থেকে 'সংসারী জীবনে' হাড়ে হাড়ে টের পেয়েছি। সুন্দরী আর বড় লোকের মেয়েকে বিয়ের পাত্রী হিসেবে টার্গেট করে 'ডাক্তার পাত্রের' কাছে বোল্ড হই নাই, এমন 'বিবাহিত পুরুষ' পাওয়া এই বঙ্গ সমাজে বড়ই দুষ্কর! এমনকি দাঁতের ডাক্তারের কাছেও মাইর খাওয়ার রেকর্ড আছে কারো কারো!

তাই সবপক্ষকে বিবেচনায় নিয়ে আসুন দেখে নেওয়া যাক- কেন আমরা বলি- ডাক্তারদের হাতের লেখা খারাপ? ওরা তো কেউই গরীব মানুষ না, তারপরেও এই কথা কেন বলি?

যারা খারাপ বলি, তারা-

১) ছাত্রজীবনে ডাক্তারদের চাইতে খারাপ ছাত্র ছিলাম।
২) স্কুলে ওরা পড়া পেড়েছে; আর আমরা স্যারদের হাতে প্যাঁদানি খেয়েছি।
৩) ছাত্রজীবনে ওরা প্রেমেও প্রাধান্য পেয়েছে।
৪) চোখের সামনে দিয়ে সুন্দরীরা ওদেরকে প্রেমিক হিসেবে বেঁছে নিয়েছে।
৫) টিউশনি করতে যেয়েও মাইর খেয়েছি, এমনকি ওদের চেয়ে কম বেতন পেয়েছি।
৬) কোচিং করতে যেয়েও একই অবস্থা, ওরাই টিউটর হয়ে আমাদের পড়িয়েছে।
৭) বিয়ের বাজারে ওদের কাছে আনবিটেন মাইর খেয়েছি। এবং আগামী প্রজন্মও খাবে!
৮) কর্মজীবনেও ওদের মত কেউই আমরা কমিশন খেতে পারি না।
৯) ওদের মত আমাদেরকে কেউ চাহিবামাত্র গিফট দেয় না।
১০) আমরা শুধুই চাকুরী করি। আর ওরা অনেক কিছু করার পর একটুখানি চাকুরী করে।

ডাক্তাররা কেন হাতের লেখা খারাপ করে লেখে-

১) ওদের বানান ভুল যেন কেউ ধরতে না পারে।
২) "আমজনতা বড়লোকদের খারাপ হাতের লেখাকেও সুন্দর বলে"- এটা ওরা জানে।
৩) হাতের লেখায় যত প্যাঁচ থাকবে রুগী তত ডাক্তারকে যোগ্য বলবে।
৪) রুগি যদি প্রেসক্রিপশন পড়তেই পারলো, তাহলে সে ডাক্তার কিসের?
৫) ওদের ইচ্ছা তাই খারাপ করে লেখে, এতে কার কী? লিখছে এই তো অনেক; টাকা দিয়ে ভাগ!

তাই বলছিলাম কী, আমরা যারা বলি ডাক্তারদের হাতের লেখা খারাপ তারা যেমন জেলাসী হয়ে বলি। তেমনি ডাক্তারাও জানে, তাদের ছাড়া কারো গতি নাই!

আর ওরা এটা ভাববেই বা না কেন? সেই ছোটবেলা থেকেই পরিবারে, সমাজে, শশুড়বাড়ীতে প্রণোদনা পেয়ে আসছে যে >>>

### আমার পরিবারে অনেকগুলো ডাক্তার, হবু ডাক্তার! এবং আগামীতে আরও ডাক্তার পাত্র/পাত্রী খুঁজতে হবে! তাই খুব হুশ কইরা লিখলাম!

১১/০১/২০১৭