শিশিরে ভেজা রক্তগাঁদা

সুকান্ত কুমার সাহা
Published : 16 Jan 2017, 05:34 PM
Updated : 16 Jan 2017, 05:34 PM

পৌষের সকালে শিশিরে ভেজা রক্তগাঁদা ফুল! হবিগঞ্জের একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার বাগান থেকে তোলা!

ছোটবেলায় আমি যখন বাগান করতাম, তখন এই ফুলের গাছ সবার আগে বুনতাম। কারণ এই গাছ সহজে মরে না। ডাল ভেঙ্গে বুনে দিয়ে কয়দিন জল ঢাললেই তা তাজা হয়ে ওঠে আর ফুলও আসে অনেক বেশি!


পূজোর ফুল হিসেবেও বাড়ির সবার ছিল প্রথম পছন্দ! আমার মা-বড়মা ইচ্ছে মত অন্য ফুল রেখে এই ফুল বিলাতো পাড়ার সবাইকে!


আর দেখতে কেমন? সেটা তো ছবিই বলে দিচ্ছে!

১৬/০১/২০১৭