নিষিদ্ধ, তবুও চলছে সিগারেটের বিজ্ঞাপন!

সুকান্ত কুমার সাহা
Published : 15 Feb 2017, 08:07 PM
Updated : 15 Feb 2017, 08:07 PM

আজ ঢাকার একটা চা স্টলে চা খেতে যেয়ে ফেস্টুনটাতে চোখ আটকে গেল! পরিচিত দোকানদার ছেলেটিকে জিজ্ঞাসা করলাম, এই ফেস্টুনটা কেন দিয়েছে? উত্তরেও বলল, বাজারে একেক দোকানে একেক রেটে সিগারেট বিক্রি হচ্ছে! তাই বেনসন কোম্পানি দাম ঠিক রাখার জন্য এটা দিয়েছে!


বললাম, সেটা ঠিক আছে! কিন্তু এর আড়ালে ব্রিটিশ আমেরিকান কোম্পানি যে সিগারেটের বিজ্ঞাপন প্রচার করছে, সেটা কি তুমি জানো? আর এটাও জানো কি যে কোনো ফরমেটেই সিগারেটের বিজ্ঞাপন প্রচার করা বাংলাদেশে নিষিদ্ধ? উত্তরে সে জানে বলল!

আমি বললাম, BAT (British American Tobacco), Bangladesh তোমাকে-আমাকে বোকা বানিয়ে  তাদের বিজ্ঞাপন প্রচার করছে, সেটা অন্তত জেনে রাখো! দেখছো না, কীভাবে তারা তাদের সিগারেট ব্র্যান্ডেরগুলোর নাম লিখে দিয়েছে ফেস্টুনটাতে?


১৫/০২/২০১৭