আমি কেন নই?

সুকান্ত কুমার সাহা
Published : 25 April 2017, 06:15 PM
Updated : 25 April 2017, 06:15 PM

আমার বন্ধুদের মধ্যে অনেকে খুব ভাল অবস্থানে আছে। অনেকেই ভাল আছে। কিছু আছে মাঝামাঝি আর কিছু আছে, খারাপ ও খুব খারাপ অবস্থানে। এদের মধ্যে আমার অবস্থান মাঝামাঝি।

তাহলে কেন আমি খুব ভাল অবস্থানে নেই?

১) আমি কী ছাত্র খারাপ ছিলাম?
২) অন্যবন্ধুদের চেয়ে কোন বিষয়ে কম বুঝতাম?
৩) চারিত্রিক ও আর্থিক দিক দিয়ে কী আমি অসৎ?
৪) নাকি কাজ পারিনা?

এর প্রতিটার উত্তর আমি জানি। আর সেটা হলো- 'না'!

তাহলে কেন আমি সবচেয়ে ভাল অবস্থানে নেই?

এটার উত্তরও আমি জানি-

১) আমি পাঠ্যবই পড়ার ব্যাপারে সিরিয়াস ছিলাম না।
২) একাডেমিক ও চাকুরীর পরীক্ষাগুলো হ্যালাফেলা করে দিয়েছি।
৩) কেরিয়ারের দিকে তাকাইনি।
৪) অনেকটা সময় একটা ধোঁয়াশার মধ্যে ছিলাম; কমফোর্ট জোন থেকে বের হতে ভয় পেতাম।

তাহলে কী আমি এখানেই শেষ? কোন ভবিষ্যৎ নেই আমার?

আমি কী ঈগল পাখির গল্পটা জানি না? যে ঈগল পাখি তার চল্লিশ বছর বয়সে এসে নিজের ঠোঁট, নখ পাথরের সাথে গুঁতিতে ভেঙ্গে ফেলে। নিজের ঠোঁটদুটো দিয়ে নিজেরই পালকগুলোকে টেনে টেনে ছিঁড়ে ফেলে! তারপর মাসের পর মাস না খেয়ে পাহাড়ের একটা অন্ধকার কোঠরে অপেক্ষা করে- কবে তার গায়ে নতুন পালক গজাবে? ফিরে পাবে তার নতুন ঠোঁটজোড়া; ফিরে পাবে নখগুলোকেও? সে নিজেই তার নিজের পুনর্জন্ম দিয়ে হয়ে ওঠে তরুণ। জেগে ওঠে তার ধারালো তারুন্যে। উড়াল দেয় নতুন শিকারের সন্ধানে! যারা তাকে এতদিন পাত্তা দিত না, তারাই এবার তার খাদ্যে পরিণত হয়।

তারপর সে বাঁচে আরও তিরিশটা বছর, বীরবেশে!

তাহলে আমি কেন নই?

২৫/০৪/২০১৭ ব্যাংকক, ট্যাক্সি