শেয়ার বাজারের বেসরকারীকরন !

সুমন
Published : 22 May 2011, 03:33 PM
Updated : 22 May 2011, 03:33 PM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার তদারকিতে এসইসির কার্যক্রমে সরকার আর হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি রোববার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, আগামী অর্থবছর থেকে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (এসইসি) কমিশনের কোনো ধরনের কার্যক্রমে মন্ত্রণালয় সম্পৃক্ত হবে না।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পর মন্ত্রী একথা বলেন। বাজেট ঘোষণার আগে দুই স্টক এক্সচেঞ্জের কর্মকর্তারা তাদের বিভিন্ন সুপারিশ মন্ত্রীর কাছে তুলে ধরেন।
সরকারের এমন সিদ্ধান্তের কথা শোনে না হেসে পারলাম না……….. সরকারের এমন পরাজয়????????????????