ফেসবুক ভার্চুয়ালিটি ও কিছু বাস্তবতা

সুমিত বণিক
Published : 21 March 2016, 01:23 AM
Updated : 21 March 2016, 01:23 AM

ভাব-সাব দেখে মনে হয় ফেসবুকের খবরটাই আসল খবর। ফিলিংস এর সিম্বলগুলোই কারোর ভেতরের অনুভূতি জানার শেষ ভরসাস্থল। তাই আজকাল আর কেউ সাধারণত ভেতরের খবরটা রাখার তাগিদ অনুভব করে না, শুনতেও চায় না, জানতেও চায় না, লুকিয়ে থাকা চাপা কষ্টটা…!

অথচ প্রতিদিন অসংখ্য কষ্ট, দুঃখ আর কান্না ছড়িয়ে থাকে ফেসবুকের নিজউ ফিড-এ। এর মধ্যে কারো কারোটা আবার স্টেজি…..

যেন এক অদ্ভুত সময় পার করছি…!!

সুমিত বণিক
উন্নয়নকর্মী ও ফ্রিল্যান্স সাংবাদিক।
sumitbanikktd.guc@gmail.com