হাওরের শিশুদের বাধাহীন শৈশব ও দুরন্তপনা

সুমিত বণিক
Published : 6 July 2016, 04:17 PM
Updated : 6 July 2016, 04:17 PM

বর্তমান মহামান্য রাষ্ট্রপতির স্মৃতিধন্য কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা যেন প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর। ভরা বর্ষায় হাওরগুলো পানিতে টলমল-টলমল করে। মিঠামইনে অপরূপ সৌন্দর্যের স্থানটি হলো বেড়িবাঁধ।

বর্ষা মৌসুমে এটি দেখতে কিছুটা মিনি সাগরের মতোই মনে হয়। যেখানে শিশুগুলো খেলছে, সেখানে প্রচুর স্রোত, সাধারণ মানুষের দাঁড়িয়ে থাকা অনেকটা দুঃসাধ্য। হাওর পাড়ের এই শিশুগুলোর দুরন্তপনার কাছে এই স্রোতও যেন হার মানে। কিশোরগুলোর দুরন্তপনা মনে দুর্ঘটনার আশংঙ্কা তৈরি করলেও, দিয়েছে অনাবিল দুরন্তপনা উপভোগের অপার সুযোগ। ছবিগুলো বেড়িবাঁধের পাড় থেকে তোলা।