কটিয়াদীর গোপীনাথ বাড়ির রথযাত্রা শুধু পার্বণ নয়, লোক ঐতিহ্যেরও ধারক

সুমিত বণিক
Published : 7 July 2016, 06:10 AM
Updated : 7 July 2016, 06:10 AM

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের ভোগবেতালস্থ শ্রীশ্রী গোপীনাথ বাড়ীতে এবারও দেশের সবচেয়ে দুরপাল্লার রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আনন্দ উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে আজ বুধবার (৬ জুলাই ২০১৬) রথযাত্রা অনুষ্ঠিত হয়। ৯ চাকার বিশাল রথটি কয়েক হাজার ভক্তরা টেনে গুন্ডিচা মন্দিরে নিয়ে যায়। গোপীনাথ মন্দির থেকে প্রায় ১ কিলোমিটার দীর্ঘ বিশাল পথ দিয়ে ভক্তবৃন্দ রথ টেনে নিয়ে যায় গন্ডিচা বাড়ীতে (শ্বশুর বাড়ী)।


আবার ৮ দিন পর ফিরে আসে নিজ বাড়ীতে। রথযাত্রায় অংশ নিতে কিশোরগঞ্জ,নরসিংদী, নেত্রকোনা, গাজীপুর,ময়মনসিংহ,ভৈরব থেকে হাজার হাজার মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে রথযাত্রায় অংশগ্রহণ করেন। ১৫৮৫ সালে সামন্ত রাজা নবরঙ্গ রায় পূর্ববঙ্গে সর্ব প্রথম রথযাত্রা আয়োজন করেন। এক কালে ১০৫ ফুট উচ্চতা সম্পন্ন ৩২ চাকার রথ হাতি দিয়ে শ্রীঅঙ্গন থেকে ১ কিঃমিঃ নিজস্ব পথ দিয়ে গন্ডিচা মন্দিরে নিয়ে যায়।

১৫৯৫ সালে এগারসিন্দুর দূর্গে ঈশা খাঁ সম্রাট আকবরের সেনাপতি মানসিংহকে মল্ল যুদ্ধে পরাজয়ের পর বিজয়ী সৈন্যরা বিজয় উল্লাস করেন রথমেলার প্রশস্ত এ রাস্তায়। ২৬ একর ভূমির উপর প্রতিষ্ঠিত দেবালয়টিতে প্রতি বছরই রথযাত্রা অনুষ্ঠিত হয়ে আসছে। রথযাত্রা উপলক্ষে অত্র এলাকাতে ৭ দিন ব্যাপি বিরাট রথমেলা অনুষ্ঠিত হয়। আজও বাংলাদেশের মধ্যে এটি একমাত্র দূর পাল্লার রথযাত্রা। ১৫৯৫ সালে এগারসিন্দুর দূর্গে ঈশা খাঁ সম্রাট আকবরের সেনাপতি মানসিংহ কর্তৃক অবরুদ্ধ হন। মল্লযুদ্ধে সেনাপতি মানসিংহ ঈশা খাঁ কর্তৃক পরাজয় বরণ করেন। বিজয়ী সৈন্যরা বিজয় উল্লাস করেন রথমেলার এ সুপ্রশস্ত রাস্তায়।
বর্তমানে প্রতিষ্ঠানটির ২৫ একর ৮ শতাংশ ভূমি রয়েছে। ১৩৪২ বাংলা সনে রথটি ঝড়ের কবলে পড়লে এর সংস্কার করা হয়। ৩২ চাকার রথটি কালক্রমে ২৪ ও ১৬ চাকায় এবং বর্তমানে ৯ চাকা বিশিষ্ট রথটি ব্যবহৃত হয়।

বর্তমানের রথটিও অতীত কারুকার্যের কিছু স্মৃতি বহন করছে। অদ্যাবধি প্রতি বছরই রথযাত্রা অনুষ্ঠিত হয়ে আসছে এবং রথযাত্রা উপলক্ষ্যেই শ্রী অঙ্গণ ঘিরে এই গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়। এটি শুধু অত্র এলাকার সনাতন ধর্মালম্বীদের পার্বণের মাঝেই আজ সীমাবদ্ধ নয়, এটি অত্র এলাকার লোক ঐতিহ্যেরও ধারক।

সুমিত বণিক

উন্নয়নকর্মী ও ফ্রিল্যান্স সাংবাদিক

sumitbanikktd.guc@gmail.com