একটি বাড়ি একটি খামার প্রকল্পের আবেদনে বয়স সীমা শিথিলযোগ্য প্রার্থীদের বিড়ম্বনা!

সুমিত বণিক
Published : 14 March 2017, 04:48 AM
Updated : 14 March 2017, 04:48 AM

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের 'একটি বাড়ি একটি খামার প্রকল্প' এর প্রকাশিত বিজ্ঞাপনে `সহকারী পরিচালক' পদে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা নির্ধারণ করা হয় ১৮-৩০, তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা নির্ধারণ করা হয় ৩৫ বছর পর্যন্ত।

আবেদনের সময় সীমা রাখা হয়েছে ২৪ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ ২০১৭ খ্রিঃ পর্যন্ত। এমনিতেই দূর্বল সার্ভারের কারণে অনেক জটিলতা হচ্ছে, ফলে অনলাইন আবেদনে সফল ডাটা এন্ট্রি হওয়ার ক্ষেত্রে আবেদনকারীরা বিড়ম্বনার শিকার হচ্ছেন। তন্মধ্যে কষ্ট করে ধৈর্য্য নিয়ে পুরো প্রক্রিয়ার সম্পন্ন করার পর বার্তা দেখাচ্ছে- 'Error Submission : Over age!'।

প্রকাশিত চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তিতেই উল্লেখ করা রয়েছে যে, পূর্বে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হওয়া স্বত্ত্বেও অনলাইনে নতুন করে আবেদনে উৎসাহিত করতেই এ পুন: উদ্যোগ নেয়া হয়েছে।


কিন্তু ভূক্তভোগীদের প্রশ্ন, উৎসাহিত করার নামে অসংখ্য আবেদনকারীদের সময়ের অপচয় ও বিড়ম্বনার দায় কে নেবে? অভ্যন্তরীণ কারিগরি ত্রুটি বহাল রেখে নতুন করে অনলাইনে আবেদনের ক্ষেত্রে উদ্ভূত প্রহসনের সমাধান কি?

সুমিত বণিক, উন্নয়নকর্মী।
ঢাকা।
sumitbanikktd.guc@gmail.com