দুই পারের মানুষের এক মিলন মেলা!

সুমিত বণিক
Published : 26 March 2017, 08:19 PM
Updated : 26 March 2017, 08:19 PM

ফেনী নদীতে ঐতিহ্যবাহী বারুণী স্নানোৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উৎসবকে কেন্দ্র করে এপার বাংলা ওপার বাংলার মানুষ কিছু সময়ের জন্য মিলেমিশে একাকার হয়ে যায়। রোববার (২৬ মার্চ) বারুণী স্নানোৎসবকে ঘিরে বাংলাদেশের রামগড় ও ভারতের সাবরুম সীমান্তের ফেনী নদী পরিণত হয় দু'দেশের মানুষের মিলন মেলায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উভয় দেশের হাজার হাজার পূণ্যার্থী ও দর্শনাথীর সমাগম ঘটে ফেনী নদীতে।

সুমিত বণিক, উন্নয়নকর্মী। রামগড়, খাগড়াছড়ি থেকে ।