সুমিত বণিক
Published : 20 Nov 2017, 07:27 PM
Updated : 20 Nov 2017, 07:27 PM

এটি পুঠিয়া রাজবাড়ির সম্মুখের ছবি। পুঠিয়া রাজশাহী জেলার অন্তর্গত একটি উপজেলা। এটি বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীন। রাজা-জমিদাররা নেই তবুও জমিদারদের রেখে যাওয়া স্মৃতিচিহ্নগুলো দেখলে দেশের প্রাচীন ঐতিহাসিক ইতিহাস জানার পাশাপাশি প্রাচীনকালের অবকাঠামোর নান্দনিক নকশা এবং সুরম্য প্রাসাদ দেখে তাদের রুচি সম্পর্কেও একটা ধারণা পাওয়া যায়। পুঠিয়া রাজবাড়ি যেতে হলে পুঠিয়া উপজেলার বাসস্ট্যাণ্ড থেকে মাত্র ৫ টাকা ভ্যান ভাড়া দিয়ে যাওয়া যায় পুঠিয়া রাজবাড়িতে।

সুমিত বণিক, উন্নয়নকর্মী।
(পুঠিয়া, রাজশাহী থেকে)