চলছে প্রতিমা শিল্পীদের শেষ বেলার প্রস্তুতি

সুমিত বণিক
Published : 16 Jan 2018, 06:57 PM
Updated : 16 Jan 2018, 06:57 PM

আর কিছুদিন পরেই অনুষ্ঠিত হবে সনাতন ধর্মালম্বী বিদ্যার্থীদের প্রাণের দেবী শ্রীশ্রী সরস্বতী দেবীর পূজো। সারাদেশব্যাপী প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানেই শিক্ষার্থীরা মিলে বিদ্যাদেবীর ছোট-বড় বর্ণাঢ্য আয়োজনে পূজো করে থাকেন। এ উপলক্ষ্যে নিয়ে প্রতিমা শিল্পীদের চলছে শেষ বেলার প্রস্তুতি। আর কিছুদিন পরেই হয়তো পড়ছে রং তুলির আঁচড়। ছবিটি শ্রীশ্রী মন্ মহাপ্রভুর মন্দির, নিচাবাজার, নাটোর থেকে তোলা।

© সুমিত বণিক ।