আলতাদিঘী শালবন জাতীয় উদ্যান

সুমিত বণিক
Published : 5 March 2018, 01:18 AM
Updated : 5 March 2018, 01:18 AM

আলতাদিঘীর জাতীয় উদ্যানের শালবন ঘেরা নিরিবিলি পরিবেশ যে কাউকেই বিমোহিত করবে। শালবনের সারি সারি গাছ আর পড়ে থাকা শুকনো পাতার মাঝে যেন চোখ জুড়িয়ে যায়। প্রকৃতিও যেন নিজেকে নতুনভাবে আত্মপ্রকাশ করে।

এটি নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় অবস্থিত। বাংলাদেশ-ভারতের প্রায় সীমান্ত ঘেঁষা, নওগাঁর ধামইরহাট উপজেলা থেকে ৫ কিলোমিটার উত্তরে আবিলাম মাদ্রাসা রোড ধরে ১০-১২ কিলোমিটার দূরে একটি ঐতিহাসিক দিঘীকে কেন্দ্র করে গড়ে উঠেছে সুবিশাল বনভূমি। শালবন এবং বিভিন্ন প্রজাতির উদ্ভিদে পরিপূর্ণ ২৬৪ হেক্টর জমির এই বনভূমির ঠিক মাঝখানেই রয়েছে প্রায় ৪৩ একর আয়তনের ঐ বিশাল দিঘীটি।

সুমিত বণিক

ধামইরহাট, নওগাঁ থেকে।