বাংলা নববর্ষে নতুন সাজে সজ্জিত হয় শ্রী শ্রী মহামায়া গাছতলা

সুমিত বণিক
Published : 16 April 2018, 06:49 PM
Updated : 16 April 2018, 06:49 PM

প্রতিটি এলাকায় কিছু কিছু ঐতিহ্য সেই এলাকার মানুষদেরসহ আশপাশের এলাকার মানুষের শ্রদ্ধা-বিশ্বাস, ভালবাসার প্রতীক হয়ে উঠে, তেমনি কটিয়াদী উপজেলা সদরের শ্রী শ্রী মহামায়া গাছতলা বেদীটি, অত্র উপজেলার সকল সনাতন ধর্মাবলম্বীদের কাছে এক শ্রদ্ধা আর বিশ্বাসের মূর্ত প্রতীক হয়ে আছে যুগ যুগ ধরে। বাংলা নববর্ষ উপলক্ষ্যে এটি প্রতিবছরই নতুন সাজে সজ্জিত হয়। পঞ্জিকা মতে (১৫ এপ্রিল) ১লা বৈশাখ প্রভাত থেকে এটি হয়ে উঠে হাজারো ভক্তের মিলনস্থল। সনাতনধর্মাবলম্বীগণ নিজের মনোবাসনা পূরণার্থে ও শ্রী মহামায়া দেবীর কৃপা লাভের আশায় ঐদিন বিভিন্ন প্রাণি (পাঁঠা, কবুতর) উৎস্বর্গ করে থাকেন।