হরিণমারীর ঐতিহ্যবাহী সূর্যপুরী আম গাছ

সুমিত বণিক
Published : 3 May 2018, 07:30 PM
Updated : 3 May 2018, 07:30 PM

হরিণমারীর ঐতিহ্যবাহী আমগাছ। প্রথম দেখাতে বটগাছের মত বিশাল আকৃতি দেখে অনেকেই ভুল করে বসেন। বট গাছের মত বিশাল আকৃতি হলেও গাছটি আসলে বট গাছ নয়, এটি একটি আমগাছ। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী সীমান্তে মন্ডুমালা গ্রামে আমগাছটি প্রকৃতির আপন খেয়ালে বেড়ে উঠে আজ ইতিহাস হয়ে দাঁড়িয়ে আছে। শুধু ঠাকুরগাঁওয়ের মানুষের কাছে নয়, এই আমগাছটি এখন বিস্ময় হয়ে দাঁড়িয়েছে গোটা দেশে। বিষ্ময়ের সীমা ছাড়ানো গাছটি একনজর দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি দেশের বাইরে থেকেও দর্শনার্থী এসে ভিড় জমাচ্ছে। বর্তমানে বালিয়াডাঙ্গীর প্রাচীন আম গাছটির দর্শনী ১০ টাকা।