পাংথু-মাই জলধারা (ঝর্ণা)

সুমন দে
Published : 10 June 2015, 09:26 PM
Updated : 10 June 2015, 09:26 PM

সিলেটে প্রকৃতির অপার সুন্দর্যের জাফলং, শ্রীপুর, মাধবকুন্ড, মাধবপুর লেক, রাতার গোল, হামহাম বিশেষ ভাবে পরিচিত। পর্যটকদের জন্য সুসংবাদ। পাংথু-মাই জলধারা (ঝর্ণা) কাছে থেকে দেখার মত জায়গা, মেঘালয় পাহাড় থেকে গর্জন করে সমতলে বয়ে আসছে ঝর্ণাধারা। সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় পাংথু-মাই গ্রাম। গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে টলমলে স্বচ্ছ জলধারার ছোট্ট নদী, পর্যটকরা নৌকা ভ্রমন করতে পারবে। পাংথু-মাই খাসিয়া সম্প্রদায়ের নামকরন। মেঘালয় পাহাড় সিলেট জেলার অধিকাংশ এলাকা বেষ্টনি দিয়ে, নিলাব পাহাড়ের প্রকৃতির সুন্দর্যের চাদরে মোড়ে আছে। সিলেটের বিভিন্ন পর্যটন এলাকার মত পাংথু-মাই জলধারা (ঝর্ণা) পর্যটকদের আকর্ষিত করবে।


কীভাবে যাবেনঃ সিলেট শহর খেকে বাসে বা প্রাইভেট গাড়ি করে প্রথমে গোয়াইনঘাট, গোয়াইনঘাট খেকে ১৫ কি: মি: দুরত্ব পাংথু-মাই। গ্রামের শেষ প্রান্তে প্রকৃতির অপার সুন্দর্যের পাহাড়। গোয়াইনঘাট থেকে নীল রঙের পাহাড় বর্ষা কালে পাংথু-মাই এর পথে এগুতে গেলে ধিরে ধিরে সবুজে পরিনত হয়। পাংথু-মাই যেতে সিলেট শহর খেকে দেড় ঘন্টার মত সময় লাগবে।