সিম নিবন্ধনে এজেন্টদের অবৈধ টাকা দাবি

সুমন দে
Published : 1 May 2016, 03:52 PM
Updated : 1 May 2016, 03:52 PM

সিম নিবন্ধনের শেষ সময়ে সিলেটে বিভিন্ন থানা, গ্রামাঞ্চলে, পাড়া-মহল্লায় গ্রামীণ ফোন এবং বাংলালিংকসহ অন্যান্য অপারেটরের এজেন্ট কর্তৃক সিম প্রতি ২০ টাকা করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। মার্চ মাসের শুরু থেকে সিলেটের বিভিন্ন এলাকায় সিম নিবন্ধন বাবদ টাকা হাতিয়ে নিচ্ছে, কিন্তু এ ব্যপারে মন্ত্রনালয় কর্তৃক কোন নজরদারি না থাকায় অসাধু এজেন্টরা অবৈধ টাকা উপার্যনের মাধ্যমে সিম নিবন্ধনে ব্যস্ত রয়েছে। সরেজমিনে সিলেটের করের পাড়ায় লোকনাথ ঠাকুরের আশ্রম সংলগ্ন গ্রামীণ ফোনের ৪টি সিম নিবন্ধনে ৮০ টাকা দাবি করেন সংস্কৃতি কর্মী ও নৃত্য শিল্পি তনু ধরের কাছে। তিনি জানতে চাইলেন এজেন্টের কাছে, কেন টাকা দিতে হবে? এজেন্টের লোকজন জানান, আমাদের খরচ আছে তাই আমরা সিম প্রতি ২০ টাকা করে নিচ্ছি।

এই সংবাদ লিখা পর্যন্ত এভাবেই চলছে এজেন্টদের রমরমা ব্যবসা।